বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

বানারীপাড়ার ঐতিহ্যবাহী চাখার সরকারি ফজলুল হক সরকারি কলেজ মাঠে রোববার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল। চাখার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র এবং সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. শামীম সাঈদী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।

এ আয়োজনের সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ। মাহফিলের সঞ্চালনায় থাকবেন মো. ইসহাক খান।

তাফসির মাহফিলে ইসলামিক বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাসসির হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান এবং হযরত মাওলানা এম এ হালিম।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিশিষ্ট সমাজসেবক মো. শহীদুল ইসলাম চাখারী। মাহফিলে অংশ নিতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

Nagad