অবশেষে মুখ খুললেন সাইফের হামলাকারী, মিলেছে চাঞ্চল্যকর তথ্য

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা ভারতে। অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করার পর মুম্বাই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। অবশেষে জেরার মুখে হামলাকারী নিজের অপরাধ স্বীকার করেছেন এবং কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

শরীফুল জানিয়েছেন, তিনি সাইফের পতৌদি প্যালেস সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন এবং জানতেন না যে তিনি সাইফের বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন। এমনকি, সাইফকে তিনি চিনতেন না এবং পরবর্তীতে জানতে পারেন, যাকে আক্রমণ করেছিলেন, তিনি সাইফ আলী খান।

এদিকে, আদালত অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশ আরও তদন্তের জন্য হামলাকারীকে সাইফের বাড়িতে ফের নিয়ে যাবে।

রেস্তোরাঁর ম্যানেজার জানিয়েছেন, শরীফুলের কারণে একজন ঠিকাদার কাজ হারিয়েছেন, যিনি তাদের জন্য কর্মী সরবরাহ করতেন। পুলিশি তদন্তের পর গাফিলতির অভিযোগ ওঠায় ওই ঠিকাদারকেও বরখাস্ত করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় সাইফকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তাকে গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তার শরীর থেকে ধারালো বস্তু বের করেন এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Nagad