ওয়ার্কশপ সেবায় বর্ধিত ভ্যাট কমিয়ে ১০% করা হলো
রেস্তোরাঁ সেবার পর মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সঙ্গে আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান এ সিদ্ধান্ত ঘোষণা করেন। আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।


সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের কারখানা ক্ষুদ্র উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত হয়। এসব উদ্যোক্তাদের পুঁজি কম, শিক্ষাগত যোগ্যতা নিম্ন এবং তারা সমাজের পিছিয়ে পড়া তরুণ ও অর্ধশিক্ষিত বেকার যুবক। তাদের জন্য ভ্যাট প্রদান করা কঠিন হয়ে দাঁড়ায়। অটোমোবাইল ওয়ার্কশপ মালিকরা সাধারণত অন্যদের জায়গা ভাড়া নিয়ে গাড়ি মেরামত করেন, অথচ জায়গার মালিকদের ওপর ভ্যাট নির্ধারণ না করে ওয়ার্কশপ মালিকদের ওপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি ছিল ভ্যাট প্রত্যাহার করে ৫ শতাংশ নির্ধারণ করা।
এর আগে, ৯ জানুয়ারি সরকার ১০০টিরও বেশি পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করেছিল, যার মধ্যে ওয়ার্কশপ সেবার ভ্যাট ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে এনবিআর এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করে ১০ শতাংশে পুনঃনির্ধারণ করেছে।
রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে এনবিআর। গত ৯ জানুয়ারি রেস্তোরাঁ সেবার ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল, কিন্তু মালিকদের আন্দোলনের পর এনবিআর আগের ৫ শতাংশের হারে ফিরে গেছে। একইভাবে, ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর নতুন করে যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই এবং ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে নতুন ভ্যাট প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন।