ট্রাম্পের ক্ষমা: ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১,৫০০ জন মুক্তি পেলেন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরপরই ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকা এক হাজার পাঁচশো জন সমর্থককে ক্ষমা করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ট্রাম্প ক্ষমা প্রদানের জন্য একটি নির্বাহী আদেশে সই করেন। ক্ষমার ঘোষণা দেওয়ার সময় অভিষেক ভাষণে তিনি বলেন, “আমি আজ সেই দিনটি শেষ করতে এসেছি যা দীর্ঘদিন ধরে ভুলভাবে পরিচালিত হয়েছে। যারা আমাদের দেশকে ভালোবাসে এবং ৬ জানুয়ারির ঘটনায় জড়িত ছিল, তাদের প্রতি আমার অঙ্গীকার ছিল তাদের মুক্তি দেওয়া।”


এর আগে ট্রাম্প এসব অভিযুক্তকে “রাজনৈতিক বন্দি” হিসেবে অভিহিত করেন এবং ক্ষমা করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবনে হামলা চালায়। ওই হামলায় পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আইনপ্রণেতা ও নিরাপত্তাকর্মী আহত হন। এই ঘটনায় ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে উস্কানির অভিযোগে অভিশংসনের প্রস্তাব আনলেও, তা সেনেটে যথেষ্ট সমর্থন না পাওয়ায় ব্যর্থ হয়।
ট্রাম্পের এই পদক্ষেপ তার সমর্থকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করলেও, ডেমোক্র্যাটরা একে বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপ এবং গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।