বিএনপিপন্থি আইনজীবী ফোরাম গাজীপুরের কমিটি বিলুপ্ত

গাজীপুর সংবাদদাতা:গাজীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবী ফোরামের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গাজীপুর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ জন প্রার্থী।

ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগপন্থি নয়টি পদে বিজয়ী হয়েছেন, বিএনপিপন্থি সাতটি পদে, এবং জামায়াতপন্থিরা দুটি পদে জয়লাভ করেছেন। এরপর গত রোববার (১৯ জানুয়ারি) ওই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

ফোরামের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, গাজীপুর শাখার নতুন কমিটি গঠনের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

Nagad