ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, উদ্ধার তৎপরতা চলছে
ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট (এলটিপি) সেকশনে এই বিস্ফোরণ ঘটে।


বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে এলটিপি সেকশনের ১৪ জন কর্মী আটকা পড়েন। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ভিডিওতে কারখানার ওপর দিয়ে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া, উদ্ধারকাজ তদারকির জন্য শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এই বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।