নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

চাঁদপুর সংবাদদাতা:চাঁদপুর সংবাদদাতা:
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারবে না।

তিনি বলেন, ‘আমাদের লড়াই হলো একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। আওয়ামী লীগ ফিরে এলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে হাজারো মানুষ হত্যা করেছিলেন। আমরা শেখ মুজিব-শেখ হাসিনার শাসন আর দেখতে চাই না।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা আরও জানান, সরকার দ্রুত সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

মাহফুজ আলম অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে গুম, খুন, ধর্ষণসহ অসংখ্য অপরাধ হয়েছে। নতুন সরকার এসব অপরাধের বিচার এবং ভুক্তভোগীদের পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু তার তৈরি করা বৈষম্যমূলক কাঠামো পরিবর্তন না করলে জনগণের মুক্তি সম্ভব নয়।’

Nagad

পথসভায় তিনি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং রাজপথে নামতে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এর আগে ঢাকায় থেকে হাজীগঞ্জ পৌঁছালে স্থানীয় ছাত্র-জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয়দের দেওয়া গণ-সংবর্ধনায় অংশ নেবেন মাহফুজ আলম।