পটুয়াখালীতে আজহারীর ওয়াজ: সকালেই পূর্ণ মাঠ, প্রস্তুতি সম্পন্ন

বরিশাল সংবাদদাতা:বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আজ অনুষ্ঠিত হবে ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল। বাদ এশা থেকে তার বয়ান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেছেন।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মাহফিলের জন্য ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রধান মাঠের বাইরে এলইডি স্ক্রিন এবং চার শতাধিক মাইকের মাধ্যমে পুরো মাহফিল সম্প্রচার করা হচ্ছে। নারীদের জন্য আলাদা তিনটি মাঠ নির্ধারণ করা হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম এবং ১০টি অ্যাম্বুলেন্স।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ড. মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে করে পটুয়াখালী পৌঁছাবেন এবং রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মাহফিল সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী শহরে এখন বিরাজ করছে ভিন্ন আমেজ। স্থানীয়রা বলছেন, এ ধরনের আয়োজন পটুয়াখালীর ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।

Nagad