আইসিডিডিআরবিতে এক হাজারের বেশি চাকরিচ্যুতির চিঠি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের কারণে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে।

আইসিডিডিআরবির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) অর্থায়িত বেশিরভাগ গবেষণা প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলে এসব প্রকল্পে কর্মরত প্রায় ২০ শতাংশ (এক হাজারের বেশি) কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিশেষ করে সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মা বিষয়ক কর্মসূচিতে কর্মরতরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গেও কাজ করতেন।

এর আগে, গত ২৫ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ইউএসএআইডি দপ্তর একটি চিঠিতে এনজিওসহ তাদের অংশীদার প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে স্থগিত রাখতে বলে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের উল্লেখ করা হয়, যেখানে ইসরায়েল ও মিসর ব্যতিক্রম হিসেবে চিহ্নিত ছিল।

প্রসঙ্গত, আইসিডিডিআরবির বার্ষিক বাজেটের ২০ শতাংশের বেশি আসে ইউএসএআইডির অনুদান থেকে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজারেরও বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন।

Nagad