স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁকরাইলে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা ঘটেছে। স্ত্রীর অনুরোধে স্বামী কিডনি বিক্রি করলেও শেষ পর্যন্ত সেই টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ওই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীকে স্ত্রী বোঝান যে, তাদের পরিবারের আর্থিক উন্নতি এবং ১০ বছরের মেয়ের ভবিষ্যৎ নিরাপদ করতেই কিডনি বিক্রি করতে হবে। স্ত্রীর অনুরোধে রাজি হয়ে তিন মাস আগে ১০ লাখ রুপিতে একটি কিডনি বিক্রি করেন ওই ব্যক্তি।


কিন্তু পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক পেইন্টারকে ভালোবাসেন এবং কিডনি বিক্রির টাকাসহ তার সঙ্গেই পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রতারিত স্বামী থানায় অভিযোগ দায়ের করেন এবং স্ত্রীর খোঁজে বের হন।
স্বামীর পরিবার তার স্ত্রীর বাড়িতেও যোগাযোগের চেষ্টা করে, তবে তাদের ফিরিয়ে দেওয়া হয়। উল্টো ওই নারী তার স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দেন এবং পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান।
ভারতে ১৯৯৪ সাল থেকে মানব অঙ্গ বেচাকেনা বেআইনি হলেও, দাতার অভাবের কারণে এমন অপরাধ থেমে নেই। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।