টাইমের প্রচ্ছদে ট্রাম্পের প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক, বিতর্কের ঝড়
টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ককে বসানো হয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থান ধরে রেখেছে মাস্ক। ঐতিহাসিক প্রচ্ছদগুলোর ধারাবাহিকতায়, মাস্ককে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থায় তার বিস্তৃত ক্ষমতা প্রয়োগ করতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) মাধ্যমে কেন্দ্রীয় কর্মীদের ছাঁটাই করার ক্ষমতা দিয়েছে। তবে কিছু মামলার কারণে তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।


টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে লাল ব্যাকগ্রাউন্ডে মাস্ককে এক হাতে কফির কাপ ধরে প্রেসিডেন্টের ডেস্কের সামনে বসে থাকতে দেখা যায়। এতে বলা হয়েছে, ‘লাখ লাখ সরকারি কর্মী এখন তার দয়াদাক্ষিণ্যের ওপর নির্ভরশীল।’
টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে এই প্রচ্ছদ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে, ট্রাম্প মজা করে সাংবাদিকদের বলেন, ‘টাইম ম্যাগাজিন কি এখনও ব্যবসায় আছে?’
বিশ্লেষকরা ২০১৭ সালের স্টিভ ব্যাননের প্রচ্ছদের সঙ্গে এই প্রচ্ছদটি তুলনা করছেন, যেখানে ব্যাননকে “দ্য গ্রেট ম্যানিপুলেটর” বলা হয়েছিল।
এদিকে, ইলন মাস্ক এখনও এই প্রচ্ছদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে, রাজনৈতিক মহলে তার প্রভাব বাড়ছে বলে মনে হচ্ছে।