বরিশালের ভালোবাসায় আপ্লুত তামিম, শৃঙ্খলা না থাকায় দুঃখ প্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

বিপিএলে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এই সাফল্যের পর দলকে সংবর্ধনা দিতে বরিশালে জড়ো হয় হাজার হাজার সমর্থক। বরিশালের বেল পার্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক তামিম ইকবালসহ পুরো দল। তবে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বাধ্য হন তারা।

ভক্তদের উন্মাদনা দেখে আপ্লুত হলেও শৃঙ্খলা বজায় না থাকায় দুঃখ প্রকাশ করেছেন তামিম। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, “প্রিয় বরিশালবাসী, আমরা আপ্লুত ও দুঃখিত। আপ্লুত আপনাদের ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি। দুঃখিত আপনাদের সঙ্গে বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়, দেখা হবে আবার।”

এক ভিডিও বার্তায় তামিম জানান, দল নিয়ে বরিশালে এসে ভক্তদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “বাস যখন ঢুকছিল, তখন মানুষের ঢল নেমেছিল, কেউ কেউ বাসের ওপরে উঠছিলেন। নিরাপত্তা বাহিনী আমাদের দ্রুত চলে যেতে বলছিল, কিন্তু এত মানুষের কষ্ট দেখে আমরা তা করতে পারিনি।”

ভক্তদের ভালোবাসায় মুগ্ধ তামিম বলেন, “আমি অনেক দলে খেলেছি, দেশে-বিদেশে, কিন্তু ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আপনাদের সমর্থন আমাদের দায়িত্ব তিনগুণ বাড়িয়ে দিল। পুরো দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”