আয়নাঘর পরিদর্শন, প্রতিটি আয়নাঘর চিহ্নিত করা হবে: প্রেস সেক্রেটারি
আয়নাঘর পরিদর্শনকে বাংলাদেশের জন্য এক “ঐতিহাসিক দিন” বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল। প্রতিটি আয়নাঘর চিহ্নিত করা হবে এবং সত্য উদঘাটন করা হবে।’
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি।
শফিকুল আলম জানান, আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যা দেখেছি, তা অবর্ণনীয়।’
এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে দুপুর আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা।