চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য শান্তদের
আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এসেছিল চ্যাম্পিয়নস ট্রফিতেই। ২০১৭ সালে সেমিফাইনালে পৌঁছানোর সেই স্মৃতি এখনও জ্বলজ্বল করছে। দীর্ঘ ৮ বছর পর পাকিস্তানের আয়োজনে আবারও বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। তবে এবার শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এবার তাদের লক্ষ্য একটাই— শিরোপা জয়। সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীতে বাংলাদেশকে ফেবারিট ধরা না হলেও শান্ত আত্মবিশ্বাসী, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি। এই টুর্নামেন্টে যে আটটি দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আমরাও সেই সামর্থ্য রাখি।”


চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে দুবাইতে। সেই উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে টাইগাররা।
সফরপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমাদের ভাগ্যে কী আছে, সেটা জানি না। তবে আমরা কঠোর পরিশ্রম করছি এবং সততার সঙ্গে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি। দলের সবাই শিরোপার জন্য আত্মবিশ্বাসী।”
গ্রুপপর্বের সূচি:
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান, রাওয়ালপিন্ডি
প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ দুবাইতে হলেও পরের দুইটি ম্যাচ পাকিস্তানে। ভারতের বিপক্ষে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি খেলার পর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগররা। আর ২৭ ডিসেম্বর গ্রুপপর্বের সবশেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।