আয়নাঘর পরিদর্শন শেষে সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিযোগ জানালেন আমান আযমী
গোপন বন্দিশালা “আয়নাঘর” পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, যিনি পূর্ববর্তী সরকারের সময় দীর্ঘদিন সেখানে আটক ছিলেন।
পরিদর্শন শেষে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আমান আযমী প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি অভিযোগ করেন, আয়নাঘরের নির্যাতনের আলামত মুছে ফেলার জন্য সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।


তিনি লিখেছেন, “বাংলাদেশ তো বটেই, সম্ভবত পৃথিবীতেই এই প্রথম কোনো সরকার প্রধান তার পূর্ববর্তী সরকারের নির্যাতনের শিকার একজনকে সঙ্গে নিয়ে সেই নির্যাতনস্থল পরিদর্শন করলেন। এটি দৃষ্টান্তমূলক ঘটনা।”
অমানবিক নির্যাতনের স্থান হিসেবে পরিচিত আয়নাঘরের বিভিন্ন পরিবর্তনের বিষয়ে তিনি জানান, দরজার গ্রিল ও স্টিলের দরজা পরিবর্তন করে কাঠের দরজা বসানো হয়েছে, জানালার গ্রিল সরিয়ে ফেলা হয়েছে, নির্যাতন কক্ষের আলামত মুছে ফেলা হয়েছে এবং কক্ষগুলোর গঠন পরিবর্তন করা হয়েছে।
তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “এই পরিবর্তনগুলো কারা করল, তা খতিয়ে দেখে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।”
এছাড়া, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার না করায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
এই পরিদর্শন ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।