১৮ দিন পর, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

অবশেষে বাংলাদেশ নারী ফুটবল দলের অচলাবস্থা কাটল। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী ফুটবলাররা। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। দীর্ঘ ১৮ দিন ধরে চলা এই অচলাবস্থার পর ফুটবলাররা শেষ পর্যন্ত পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এর আগে, গত ৩০ জুন সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরে। তারা জানায়, বাটলারের পদত্যাগ না হলে অনুশীলনে যোগ না দেওয়ার পাশাপাশি একযোগে অবসর নেয়ার হুমকি দেয়।

এদিকে, মাহফুজা আক্তার জানিয়েছেন, “নিয়মিত আলোচনার মাধ্যমে আজকের এই সিদ্ধান্ত এসেছে। মেয়েরা অনুশীলনে ফিরবে, তবে তারা এখনই অনুশীলনে ফিরছে না। তারা ছুটি কাটিয়ে পরে ফিরে আসবে।”

এছাড়া, ১৮ ফুটবলারের মধ্যে কেউই আগামী সংযুক্ত আরব আমিরাত সফরে দলের সঙ্গে অংশ নেবেন না।