‘বিআরটিএ অসহায় যাত্রীদের অটোরিকশাচালকদের হাতে তুলে দিলো’
মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নতি স্বীকার করেছে। অসহায় যাত্রীদের বিআরটিএ নগরজুড়ে তাণ্ডব চালানো অটোরিকশাচালকদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন।


যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তার পরিবারের আশীর্বাদে বিআরটিএ’র কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ, অটোরিকশা উত্তরা মোটরের কিছু ডিলার মিলে এক ভয়াবহ দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে তোলে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।
এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ সিন্ডিকেটের কাছে বিআরটিএ নতি স্বীকার করেছে বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটি প্রশ্ন তুলেছে বিআরটিএ’র মতো এমন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালনার প্রয়োজনীয়তা আছে কি?