ডিবি হারুন ও তার ভাইয়ের ১৩০ বিঘা সম্পত্তি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মোহাম্মদ হারুন অর রশীদ। পুরনো ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের ১৩০ বিঘা সম্পত্তি জব্দ ও ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত। একই সঙ্গে শাহরিয়ারের তিনটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, হারুন অর রশীদের নামে থাকা ১০০ বিঘা এবং তার ভাই শাহরিয়ারের নামে থাকা ৩০ বিঘা সম্পত্তি জব্দ করা হয়েছে। এছাড়া, হারুনের ১০টি ও শাহরিয়ারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—ঢাকার উত্তরায় ৭ দশমিক ৪৫ কাঠা জমিতে ৩ কোটি টাকার একটি ইমারত, গুলশানে ১০ দশমিক ৩৬ শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার আরেকটি ইমারত, খিলক্ষেতে একতলা একটি দালানসহ সেমিপাকা দুটি বাড়ি,উত্তরার ১০ নম্বর সেক্টরে ৭ তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট,জোয়ার সাহারায় ৬ তলা ভবনের ৬ তলায় আরেকটি ফ্ল্যাট,আশিয়ান সিটিতে ৫ কাঠার একটি প্লট।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন পৃথক দুটি আবেদনে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, হারুন অর রশীদ ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক। তিনি তার সম্পদ হস্তান্তরের চেষ্টা করছিলেন, যা আদালতের বিচার শেষে বাজেয়াপ্ত করার বাধা সৃষ্টি করতে পারত। সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পত্তি জব্দ করা অপরিহার্য হয়ে পড়ে।

Nagad

অপরদিকে, তার ভাই শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার অবৈধ সম্পদের মালিক। অভিযোগ রয়েছে, হারুন তার ক্ষমতার অপব্যবহার করে শাহরিয়ারকে অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করেছেন। শাহরিয়ারও সম্পদ হস্তান্তরের চেষ্টা করছিলেন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর দুদক হারুন ও শাহরিয়ারের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে।