বিমান টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বিমান টিকিটের ক্ষেত্রে কিছু লোক দুর্বৃত্তপনা করছে, যা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রোধে গঠিত তদন্ত কমিটির শুনানির আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, বিমান টিকিটের মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন সমস্যা রয়েছে। শুধু জেনারেল সেলস এজেন্টদের (GSA) দোষ দেওয়া ঠিক হবে না। অনেকগুলো বিষয় জড়িত।

তিনি বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী টিকিটের দাম তুলনামূলক বেশি পড়ে। এর পেছনে কিছু অনিয়ম ও দুর্বৃত্তপনার তথ্য আমরা পেয়েছি, যা খতিয়ে দেখছি।

স্বরাষ্ট্র সচিব জানান, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (GSA) সঙ্গে আমরা বসেছি। তাদের অভিজ্ঞতা শুনছি এবং বিষয়গুলো বিশ্লেষণ করছি, যাতে তদন্তের ফল মানুষের কাজে লাগে।

তিনি আরও বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করছি না, শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

Nagad

বিমান ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এই কমিটির প্রধান। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার বিকেলে বেসরকারি প্রায় ২৫টি এয়ারলাইন্সের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে বসেছেন কমিটি প্রধান।