বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ছবি: শাহজালাল রোহান

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচকে ১৮৪ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশের রাজধানী।

শীর্ষ পাঁচ দূষিত শহর, ঢাকা, বাংলাদেশ – ১৮৪। কাঠমান্ডু, নেপাল – ১৭৮। কাম্পালা, উগান্ডা – ১৭৮। ক্রাকাউ, পোল্যান্ড – ১৭০। স্কপিয়ে, উত্তর মেসিডোনিয়া – ১৬৫।

আইকিউএয়ারের নির্ধারিত সূচক অনুযায়ী—

০-৫০: স্বাভাবিক ও নিরাপদ, ৫১-১০০: মাঝারি দূষণ (সহনীয়), ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১-২০০: অস্বাস্থ্যকর (ঢাকা এই পর্যায়ে), ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণের এই উচ্চমাত্রা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্তদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

Nagad