সন্ধ্যার পর থেকেই কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আজ সন্ধ্যা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলবো, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে এর আরও উন্নতির প্রয়োজন রয়েছে। আগে কোনো ঘটনা জানতে সময় লাগত, এখন তাৎক্ষণিকভাবে জানা যায়। ছোটখাটো ঘটনা সবসময়ই ঘটেছে, তবে আমরা চাই, এমন একটি ঘটনাও যেন আর না ঘটে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘আজ সন্ধ্যার পর থেকেই বাহিনীগুলোর কার্যক্রম আরও জোরদার হবে। সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে এর প্রভাব টের পাবেন।’

দেশে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষকে আশ্বস্ত করতেই আজ আইনশৃঙ্খলা কমিটির বৈঠক করা হয়েছে। বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সন্ধ্যার পর থেকেই মাঠে থাকবে।’

সোশ্যাল মিডিয়ায় তার পদত্যাগ নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় তো আমাকে মেরে ফেলা হয়েছে, জানাজাও হয়ে গেছে! কিন্তু বাস্তবতা হলো, আমি দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। আরও ভালো করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’

Nagad

রাত সাড়ে তিনটার সময় ব্রিফিং প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও কাজ করে। আজ সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নামবে, তারই নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা এর প্রমাণ দেখতে পাবেন।’