সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, দেশ এখন সংকটকাল অতিক্রম করছে এবং ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত।


তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে। ইস্পাত কঠিন ঐক্যে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তাই সকলকে ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে একযোগে কাজ করতে হবে।
বিএনপি চেয়ারপারসন শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহিদ হয়েছেন এবং সম্প্রতি গণঅভুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য রাখেন। তিনি ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান।
সভাটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক এক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।