দায়িত্ব পেলে লুটপাটের মানসিকতা পরিহার করতে হবে: ধর্ম উপদেষ্টা
দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটপাটের অশুভ মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, রমজানের সুশৃঙ্খলতা ধারণ করে চরিত্রে নৈতিকতার উজ্জীবন ঘটাতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পেলে ‘ওপরেরটিও খাই, তলারটিও কুড়াই’—এই কালচার থেকে বের হয়ে আসতে হবে।


সোমবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উপাচার্য নিয়াজ আহমদ খান ও তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের প্রতিনিধি অঘুজহান আদসিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।