রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

অজিদের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছে গেছে ভারত। সোমবার (৩ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২৬৪ রানে অলআউট হয়। জবাবে, বিরাট কোহলির ৮৪ ও লোকেশ রাহুলের ৪২ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। মোহাম্মদ শামি ৩টি উইকেট নিয়ে বল হাতে জ্বলে ওঠেন।

আগামী ৯ মার্চ ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার দল এবার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হারের প্রতিশোধও নিল।