মোংলায় ধর্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সর্বোচ্চ শাস্তির দাবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে মোংলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ মার্চ) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থি ও সর্বস্তরের জনগণের আয়োজনে পৌর মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে স্লোগান দিয়ে শহরটিকে মুখরিত করে তোলে। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দাবি করেন। বক্তারা বলেন, রাষ্ট্রকে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আইনশৃঙ্খলার উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: জিয়াদ ইসলাম তন্ময়, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভসহ অনেকে।