মাঠেই হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠেই হার্ট অ্যাটাক করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, অসুস্থ হয়ে পড়ার পর তামিমকে নিতে হেলিকপ্টার প্রস্তুত ছিল। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় বিকেএসপির কাছাকাছি কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


মোহামেডানের ফিল্ডিংয়ের সময় তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বিকেএসপির মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গে রয়েছেন, বিসিবির কর্মকর্তারাও তাকে দেখতে যাচ্ছেন।
তামিম অসুস্থ হয়ে পড়ায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল। তবে পরে খেলা শুরু হলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২২৩ রানের সংগ্রহ দাঁড় করায়।