সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। রবিবার (২৪ মার্চ) রাজধানীর স্কাটনের লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, কিছুদিন আগে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার একটি চেষ্টা দেখা গেছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। একইভাবে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চলছে। তবে আমরা যদি সচেতন ও সক্রিয় থাকি, তাহলে এই ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।


তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। সত্য তুলে ধরার মাধ্যমে জাতিকে সচেতন করা গেলে ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব।
নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।
এদিকে ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা চলছে।