জুমাতুল বিদা আদায়, মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত
পবিত্র মাহে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা, আজ (শুক্রবার, ২৮ মার্চ) ধর্মপ্রাণ মুসলমানরা অত্যন্ত শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আদায় করেছেন। দেশের প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের ঢল, আর বিশেষ দোয়া-মোনাজাতে মহান আল্লাহর রহমত কামনা করা হয়েছে।
আরবি ‘বিদা’ শব্দের অর্থ শেষ। ‘জুমাতুল বিদা’ অর্থ শেষ জুমা, যা রমজানের শেষ শুক্রবারকে বোঝায়। ইসলামে শুক্রবারের বিশেষ গুরুত্ব রয়েছে, আর রমজানের শুক্রবারগুলো আরও বেশি বরকতময়। এ দিন মুসলমানরা বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। বেলা ১১টা থেকেই মসজিদে মুসল্লিদের আনাগোনা শুরু হয়। দুপুরের আগেই মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আজানের পর পুরো মসজিদ চত্বরে এবং আশপাশের রাস্তায় মুসল্লিদের কাতার গড়ে ওঠে।
মুসল্লিদের একজন এয়াকুব আলী বলেন, রমজান আমাদের জন্য প্রশিক্ষণের মাস। আমরা জানি না, আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো কি না। তাই এই দিনে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করি।
আরেক মুসল্লি ইফতেখার আহমেদ বলেন, জুমাতুল বিদা আমাদের স্মরণ করিয়ে দেয় যে রহমত, বরকত ও মাগফেরাতের মাস শেষের পথে। আমরা আল্লাহর দরবারে হাজির হয়ে সকল গুনাহ মাফের জন্য প্রার্থনা করি।
জুমার নামাজের পর বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। আখিরাতে মুক্তি এবং সকল গুনাহ মাফের জন্য দোয়া করা হয়।
ফিলিস্তিনের স্বাধীনতা এবং আল আকসা মসজিদ রক্ষার জন্যও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।