সুনামগঞ্জে নৌকা ডুবিতে শিশুসহ নিহত ৫

সুনামগঞ্জ সংবাদদাতা:সুনামগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ৪:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গাঁ রানী সরকার (৮)। অপর এক নিহত শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় সৌরভ সরকার (৬) নামে এক শিশুকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কীভাবে দুর্ঘটনা ঘটল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে ৭০ জন যাত্রী ও প্রচুর মালামাল বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা অতিরিক্ত যাত্রী ও ওজনের কারণে সুরমা নদীতে ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. সাইফুল ইসলাম) জানান, পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

Nagad