ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

এদিকে, সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা থাকলেও, ভারত এখনও এ বিষয়ে কোনো ইতিবাচক বার্তা দেয়নি। এছাড়া, মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্যসহ বেশকিছু অমীমাংসিত বিষয়ে সমাধানের সম্ভাবনা তৈরি হতে পারে।

বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—এ সাতটি দেশের জোট বিমসটেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে একটি সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

Nagad