বাংলাদেশে ভুল তথ্যের বিস্তার বাড়ছে, মার্চে নতুন রেকর্ড
বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে অনলাইনে ছড়িয়ে পড়া ২৯৮টি ভুল তথ্য তারা শনাক্ত করেছে। এসব ভুল তথ্যের মধ্যে সেনাপ্রধান, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বুধবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিউমর স্ক্যানার এ তথ্য জানায়।


মার্চ মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-কে জড়িয়ে ৭টি এবং পুরো সেনাবাহিনীকে জড়িয়ে ২৩টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এটি গত বছরের আগস্টের পর একক মাসে সেনাবাহিনীকে ঘিরে সর্বোচ্চ ভুল তথ্যের সংখ্যা।
ভুল তথ্য ছড়ানোর রোষানলে পড়ে বাংলাদেশ পুলিশ, র্যাব এবং বিজিবিও। পুলিশের বিষয়ে ৩টি, র্যাব ও বিজিবিকে নিয়ে ১টি করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বলে জানায় রিউমর স্ক্যানার।
মার্চ মাসে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৫টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা গেছে, সরকারের বিপক্ষে অপপ্রচার চালানো ভুল তথ্যের সংখ্যা বেশি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ২২টি ভুল তথ্য ছড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৭৭% ভুল তথ্য তার বিরুদ্ধে গেছে, আর ২৩% তার পক্ষে যাওয়ার সুযোগ রেখেছে।
রিউমর স্ক্যানার জানিয়েছে, মার্চ মাসে বিভ্রান্তিকর তথ্যের প্রসার ছিল তুলনামূলক বেশি, যা রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা প্রচারণার প্রভাব হতে পারে।
রিউমর স্ক্যানারের বিস্তারিত প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন।