দিল্লিতে বসে ষড়যন্ত্র করলেও খুনিদের বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ সংবাদাতা:ঝিনাইদহ সংবাদাতা:
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুন না কেন, খুনিদের বিচার হবেই।

বুধবার (২ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মহম্মদ নসরুল্লাহসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি—এই বাংলাদেশে খুনিদের বিচার হবেই। দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্র আমাদের সেই বিচারের পথ রুদ্ধ করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার আগে আত্মীয়স্বজনদের সংকেত দিয়েছিলেন, যাতে তারা নিরাপদে চলে যেতে পারেন। অথচ হাজার হাজার নেতাকর্মীকে অরক্ষিত রেখে তিনি নিজে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের জীবন দিয়েও ন্যায়বিচার নিশ্চিত করবো। ভবিষ্যতে যেন কোনো সরকার গণতন্ত্র হত্যা করতে না পারে, সেজন্য আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করছি।

Nagad