বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

ট্রাম্পের ঘোষণার ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা আগে গড়ে ১৫ শতাংশ ছিল। নতুন শুল্ক হার কার্যকর হলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত—তৈরি পোশাক শিল্প বড় ধরনের প্রতিকূলতার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশি রপ্তানির ওপর প্রভাব

যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্যগুলোর একটি। প্রতিবছর প্রায় ৮.৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার মূল্যের বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। গত বছর এ খাতে রপ্তানির পরিমাণ ছিল ৭.৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলার। নতুন করে উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশি রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা হারাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ ও অন্যান্য দেশের শুল্ক হার
ট্রাম্প প্রশাসনের নতুন নীতির আওতায় বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। তার মধ্যে— ভারত: ২৬%, পাকিস্তান: ২৯%, চীন: ৩৪%, ভিয়েতনাম: ৪৬%, শ্রীলঙ্কা: ৪৪%, তাইওয়ান: ৩২%, জাপান: ২৪%, দক্ষিণ কোরিয়া: ২৫%, থাইল্যান্ড: ৩৬%, মিয়ানমার: ৪৪%, লাওস: ৪৮%, কম্বোডিয়া: ৪৯%।

এছাড়া যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তুরস্কসহ আরও অনেক দেশের ওপর ১০% থেকে ৪৭% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি
নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা ও শিল্প পুনর্জাগরণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়।

তিনি আরও ঘোষণা দিয়েছেন, বিদেশি গাড়ি আমদানির ওপর ২৫% শুল্ক কার্যকর করা হবে।

Nagad

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্ববাণিজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করবে এবং বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতিতে চাপ বাড়াবে।