দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অপসারণ, ৬০ দিনের মধ্যে নির্বাচন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার পদ থেকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, গত বছর সামরিক আইন জারি করে তিনি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) আদালতের দেওয়া রায়ের ফলে আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।


২০২৩ সালের ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সামরিক আইন জারি করে সংসদ ভবনে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেন। তার দাবি ছিল, উত্তর কোরিয়াপন্থি গোষ্ঠী সরকারে অনুপ্রবেশ করেছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই আদেশ প্রত্যাহার করেন।
এ ঘটনায় জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ দুই-তৃতীয়াংশ ভোটে ইউনকে অভিশংসনের সিদ্ধান্ত নেয়। শুক্রবার আদালতের আট বিচারকের মধ্যে ছয়জন তাকে অপসারণের পক্ষে রায় দেন।
বিরোধী ডেমোক্রেটিক পার্টি আদালতের রায়কে ‘জনগণের বিজয়’ বলে উল্লেখ করেছে। অন্যদিকে, ইউনের সমর্থকরা আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে সিউলসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: নিক্কেই এশিয়া, আল জাজিরা