বিশ্বসেরাদের কাতারে মিরাজ, ছাড়িয়ে গেলেন সাকিবকেও
সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর চট্টগ্রামে ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি—তাও আবার দলের মিডল অর্ডার ধসের মুহূর্তে।
চট্টগ্রামে প্রথম সেঞ্চুরির পর এবার দ্বিতীয় সেঞ্চুরিটাও এসেছে একই ভেন্যুতে। টেলএন্ডার তাইজুল ইসলামের সঙ্গে ৬৩ এবং তানজিম সাকিবের সঙ্গে ৯৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে মিরাজ খেলেন কার্যকরী ইনিংস।


এ দিনই অনন্য এক মাইলফলকও ছুঁয়ে ফেলেন তিনি। টেস্টে ২ হাজার রান এবং ২০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন মিরাজ। বাংলাদেশের পক্ষে এই অর্জনে তার আগে আছেন কেবল সাকিব আল হাসান। তবে মিরাজ এই চক্র পূর্ণ করেছেন ৫৩ টেস্টে—সাকিবের চেয়ে এক ম্যাচ আগে।
বিশ্ব ক্রিকেটে দ্রুততম এই ডাবল পূরণ করা খেলোয়াড়দের তালিকায় মিরাজ রয়েছেন যৌথভাবে পঞ্চম স্থানে। ৫৩তম টেস্টে একই মাইলফলকে পৌঁছেছেন ভারতের রবীন্দ্র জাদেজাও। এর চেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়েছেন কেবল ইয়ান বোথাম (৪২), ইমরান খান (৫০), কপিল দেব (৫০) ও রবিচন্দ্রন অশ্বিন (৫১)।
দ্রুততম ২ হাজার রান ও ২০০ উইকেট (টেস্ট)
৪২ টেস্ট – ইয়ান বোথাম (ইংল্যান্ড)
৫০ টেস্ট – ইমরান খান (পাকিস্তান)
৫০ টেস্ট – কপিল দেব (ভারত)
৫১ টেস্ট – রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
৫৩ টেস্ট – রবীন্দ্র জাদেজা (ভারত)
৫৩ টেস্ট – মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)
সিলেটে ক্যারিয়ারের ৫২তম টেস্টে ২০০তম উইকেট নেওয়ার পর চট্টগ্রামে ৫৩তম টেস্টে ২ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেললেন মিরাজ। আর এতেই তিনি স্থান করে নিলেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের কাতারে।