ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নিরাপদে সরানো হচ্ছে বাসিন্দারা, জরুরি অবস্থা ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল। রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতায় আশপাশের কয়েকটি কমিউনিটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ সব বাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইসরায়েল কাৎজ।

উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, এখন পর্যন্ত অন্তত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। পরিস্থিতি বিবেচনায় সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ভয়াবহ তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরই মধ্যে নেভে শালোম, বেকোয়া, তাওজ ও নাচশোন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলেছে পুলিশ।

দাবানলের প্রভাবে জেরুজালেম ও তেল আবিবের মধ্যকার প্রধান সড়ক রুট-১সহ ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুট বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেম-তেল আবিব রুটে ট্রেন চলাচল।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক ইউনিট ও ১১টি ফায়ার ফাইটিং বিমান। সাধারণ জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Nagad