২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৩৭ জন
সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন এবং অন্যান্য অভিযোগে ৪৬৮ জন রয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।


তিনি বলেন, অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি গুলি, ১টি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড সিসা বুলেট ও ১টি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।
এআইজি ইনামুল হক আরও জানান, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।