আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা সিদ্ধান্ত: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আহত ও শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাকে (ড. ইউনূস) ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনাকে অনুরোধ করছি না, সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি—গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করে এনসিপি, যেখানে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “নয় মাস আগে ৩ আগস্ট শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছিলাম। আজ ২ মে ছাত্র জনতা একত্রিত হয়ে আবারও সেই রায় পুনরায় ঘোষণা করেছে। আমরা খুনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাই।”
সমাবেশে বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত এবং দলটিকে নিষিদ্ধ করা সময়ের দাবি।