বিএসএফের হাতে ধরা কৃষক ফেরত, বিনিময়ে ফিরলেন ভারতীয় দুই নাগরিক
দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একইসঙ্গে তারা নিজেদের দুই নাগরিককেও ফেরত নিয়ে গেছে।
শুক্রবার (২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এরপর বাংলাদেশি নাগরিক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদকে বিজিবি ক্যাম্পে আনা হয়।


এর আগে দুপুর সোয়া ১২টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী সীমান্তবর্তী অবস্থা থেকে ভারতের দুই নাগরিক—অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম জানান, প্রায় ৯ ঘণ্টার মধ্যেই বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সহযোগিতায় নিজ নিজ নাগরিককে ফেরত পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৪ জানুয়ারি একই উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে এনেছিলেন স্থানীয়রা।