চার দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত।
হেফাজতে ইসলাম জানায়, সমাবেশ সফল করতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লাখো মানুষ যোগ দিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম থেকেই অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।


মঞ্চে একে একে বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। তারা চার দফা দাবিতে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। দাবিগুলো হলো:
১. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ও এর ইসলামবিরোধী প্রতিবেদন প্রত্যাহার
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল
৩. আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার
৪. ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যাসহ’ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ
এর আগের দিন, শুক্রবার (২ মে), এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, কথিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে ধর্মীয় মূল্যবোধের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে। তারা অভিযোগ করেন, এ কমিশন ‘পশ্চিমা এজেন্ডা ও ঔপনিবেশিক মানসিকতা’ নিয়ে কাজ করছে, যা দেশের ধর্মপ্রাণ নারীসমাজের অপমান। বিশেষ করে যৌনকর্মীকে ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে নারীর মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন তারা।