গাজায় ইসরায়েলি বিমান হামলা, আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৫

ছবি: আলজাজিরা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর: আল জাজিরা।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এর পর থেকে প্রায় দেড় বছরে গাজায় মোট নিহত হয়েছেন ৫২ হাজার ৪১৮ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯১ জন। নিহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রথম দফা যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ দ্বিতীয় দফায় আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এরপর নতুন করে আরও ২ হাজার ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ হাজারের বেশি।

হামাসের হাতে অপহৃত ২৫১ জন ইসরায়েলির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করাই মূল লক্ষ্য।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল করা এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।

Nagad