উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) পাকিস্তান সামরিক বাহিনী দাবি করে, ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস)’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। ইসলামাবাদ জানায়, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই ও ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশনসহ কারিগরি সক্ষমতা যাচাই।

একই সময়ে কাশ্মিরে ঘটে যাওয়া পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের দৃষ্টিতে ‘উসকানিমূলক’ হিসেবে বিবেচিত হতে পারে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সামরিক শীর্ষ কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক বিবৃতিতে জানান, জাতীয় নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনীর কৌশলগত প্রস্তুতির ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে, কাশ্মিরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হন। এর পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। ভারত-পাকিস্তান একে অপরকে অস্ত্রবিরতির লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

এই হামলার পর ভারতের অভ্যন্তরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়। ভারত সাড়া দিয়ে ‘সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি’ বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা ও অবস্থান বাতিল করে। এর পাল্টা জবাবে পাকিস্তানও বাতিল করে ‘সিমলা চুক্তি’। এছাড়া ভারত পাকিস্তানি পণ্যের আমদানি ও পাকিস্তানি পতাকাবাহী জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

Nagad