গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত আরও ২৬ ফিলিস্তিনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু। এ নিয়ে চলমান সংঘাতে গাজায় মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে।

রোববার (১১ মে) রাতে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল বেসামরিক নাগরিকের ওপর ড্রোন হামলায় দুজন নিহত হন এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় এক বাবা ও তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ আরও চারজন প্রাণ হারান।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় দুটি পৃথক তাঁবুতে হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুজন শিশু। ওই এলাকার আরেক হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া একটি সাইকেলে ড্রোন হামলায় প্রাণ হারান এক তরুণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালায়। গাজা শহরে গোলার আঘাতে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় একজন মারাত্মকভাবে আহত হন।

Nagad

এদিকে খান ইউনিসে একটি গাড়িতে বিমান হামলায় আরও চারজন এবং গাজা শহরের আরেক হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একটি শিশু কন্যাও রয়েছে।

এছাড়া গাজার আল-তুফাহ এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণে একাধিক আবাসিক ভবন ধ্বংস হয়েছে। জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও হামলা চালানো হয়, যাতে দুজন আহত হন।

প্রসঙ্গত, প্রায় ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিছুদিন শান্তি বজায় থাকলেও, হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় হামলা শুরু করে তারা।