জনগণের কাঙ্ক্ষিত সেবা দিয়ে মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘জনগণের কাঙ্ক্ষিত আইনগত সেবা দিয়ে তাদের মন জয় করতে হবে।’ তিনি বলেন, পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

রোববার (১৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজিত এ প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম।

ডিএমপি কমিশনার প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে সালাম জানানো হয়। এরপর তিনি ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সদের উদ্দেশে কমিশনার বলেন, ‘মাস্টার প্যারেডের মূল উদ্দেশ্য হলো বাহিনীর সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, এখানে আইনবহির্ভূত কাজের কোনো সুযোগ নেই। প্রত্যেকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ডিএমপিকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ‘প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে হবে। যেকোনো পরিস্থিতি দৃঢ় মনোবল নিয়ে মোকাবিলা করতে হবে। নিজেদের মনোবল সবসময় চাঙা রাখতে হবে এবং নিরপেক্ষ থেকে জনসেবায় সম্পূর্ণরূপে নিয়োজিত থাকতে হবে।’

Nagad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, (অ্যাডমিন) ফারুক আহমেদ, (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।