বিশ্ব টেলিযোগাযোগ দিবসে সম্মাননা পেলেন সাংবাদিক ইমদাদুল হক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পুরস্কার পেয়েছেন ডিজিবাংলা’র নির্বাহী সম্পাদক এস. এম. ইমদাদুল হক।

শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী ও ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতিযোগিতা ভিত্তিক তিনটি ক্যাটাগরিতে মোট ১০টি পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন— কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার এ. মামুন, ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।

পুরস্কারপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান হলো—ব্রেইন স্টেশন ২৩, শপ আপ, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের কয়েকটি অর্জনের জন্য পুরস্কার পায়—

৩১তম নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ (২০২৫) বিজয়ী দল, ওয়ার্ল্ড এক্সিবিশন কম্পিউটিশন ২০২৪ (মালয়েশিয়া) এর স্বর্ণজয়ী বাংলাদেশি দল, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০২৪ (গ্রিস) এ ব্রোঞ্জ বিজয়ী দল।
ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০২৫ (দক্ষিণ কোরিয়া) তে ব্রোঞ্জ ও সিলভার জয়ী হাসিন ইশরাক চৌধুরী ত্বহা।

Nagad

এছাড়া হ্যাকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন হয় বুয়েটের দল ‘অসিলেটিং প্যান্ডাস’। প্রথম রানার্স আপ ‘রেড রেভলস’, দ্বিতীয় রানার্স আপ ‘টিংটিং’, রেফার রেভলস ও এমআইএসটি শহিদ ইয়ামিন ফরএভার দলকেও পুরস্কার দেওয়া হয়।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আইসিটি সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন এস এম ইমদাদুল হক। তিনি বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্য। পাশাপাশি তিনি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)-এর সহ-প্রতিষ্ঠাতা।