সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ থাকবে: অর্থ উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ থাকবে। তবে কত শতাংশ হারে ভাতা দেওয়া হবে, তা পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গঠিত এই সাত সদস্যের কমিটি চার মাস ধরে কাজ করে একটি সুপারিশ চূড়ান্ত করেছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থ বিভাগের প্রস্তাবনায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২০ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের জন্য ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাব রয়েছে।

সূত্র জানায়, প্রথম থেকে দশম গ্রেডে ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৬ হাজার কোটি টাকা। আর ১৫ শতাংশ দেওয়া হলে সেই ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকায়।

Nagad