৭ মাস ধরে নারীকে আটকে রেখে ধর্ষণ, গায়ক নোবেল গ্রেপ্তার
কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (১৯ মে) এক কলেজছাত্রী ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আমতলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গত নভেম্বর মাসে নোবেল ওই ছাত্রীকে জোরপূর্বক তার বাসায় নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টানা সাত মাস ধরে ধর্ষণ করেন। অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনা তিনি মোবাইল ফোনে ভিডিও করে রেখেছিলেন। কিছুদিন আগে ওই ছাত্রীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।


ওসি আরও জানান, ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এরপর ধর্ষণের মামলা রুজু হলে নোবেল পলাতক হন। পরে সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, তবে ঢাকায় মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
ভারতীয় সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পাওয়া নোবেল অতীতে মাদকাসক্ত হয়ে সংগীত থেকে দূরে সরে গিয়েছিলেন। পরে সংগীতে ফিরে এসে শ্রোতাদের আর হতাশ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।