স্টারলিংক ইন্টারনেটে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না: তৈয়্যব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (২০ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের স্থানীয় গেটওয়ে ও এলআইসি (লফুল ইন্টারসেপশন ক্যাপাবিলিটি) বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি জানান, স্টারলিংকের কমার্শিয়াল টেস্ট রান ও গ্রাউন্ড টেস্ট চলমান রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন করতে প্রতিষ্ঠানটিকে ৯০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যার ১০ দিন ইতোমধ্যে অতিবাহিত হয়েছে।

তৈয়্যব বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না—কারণ স্টারলিংককে অবশ্যই বাংলাদেশে একটি লোকাল গেটওয়ে স্থাপন করতে হবে। পাশাপাশি এলআইসি বসাতে হবে, যাতে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও নজরদারির সুযোগ থাকে।

এদিকে বাংলাদেশে আজ (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ার প্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা বিশেষ সরকারী।

তিনি বলেন, ‘আমরা বলেছি, তারা চাইলে বিকল্প হিসেবে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাকটিভ ডিভাইস মনিটর করার জন্য, সেখান থেকে রাজস্ব আয়ের জন্য এবং একইসঙ্গে বাংলাদেশের যাদের লাইসেন্স গেটওয়ে আছে তাদের স্বার্থ রক্ষার জন্য লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে। সেখানে এলআইসি বসাতে হবে অর্থাৎ আমাদের আইনে জাতীয় নিরাপত্তার জন্য যে ইন্টারসেপ্টের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্স মানতে হবে।

তিনি বলেন, ‘পাশাপাশি অননুমোদিত ডিভাইস যাতে আমাদের সীমান্তের ভেতর না প্রবেশ করতে পারে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে গেলে প্রক্রিয়াগত জটিলতা তৈরি হবে, এজন্য গ্রুপ অব ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে।’

Nagad

এদিকে দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।