রক ব্যান্ড আর্বোভাইরাসের নতুন গান ‘ক্রোধ’-প্রতারণা, সংগ্রামের গল্প

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

বাংলা রক সংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস তাদের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’-এর পঞ্চম গান ‘ক্রোধ’-এর অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করেছে ৮ মে।

নিজস্ব রক সাউন্ড ও চিন্তাশীল ভিজ্যুয়াল উপস্থাপনায় সুপরিচিত ব্যান্ডটি তাদের সৃষ্টিশীল ধারাবাহিকতা বজায় রেখেছে এবারও। “ক্রোধ”-এর ভিডিওতে এক তরুণের মানসিকভাবে ভেঙে পড়ার গল্প উঠে এসেছে, যেখানে ভালোবাসা, বিশ্বাসভঙ্গ ও আবেগের জটিল অনুভূতি গানের সঙ্গে মিলে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

গানটির ভিডিও পরিচালনা করেছেন মারুফ রাইহান। ব্যান্ডের শক্তিশালী পারফরম্যান্স ও ব্যতিক্রমী ভিজ্যুয়াল স্টাইল গানটিকে নতুন মাত্রায় উপস্থাপন করেছে। সুহার্তো শেরিফ গানটির প্রযোজক, সুরকার ও সুর সংযোজক হিসেবে কাজ করেছেন। গানের কথা লিখেছেন সুহার্তো শেরিফ ও মুন্তাসির মামুন।

বর্তমান লাইনআপে রয়েছেন সুহার্তো শেরিফ, মুন্তাসির মামুন, সায়েমুল ইসলাম, শামস আলিম বিশ্বাস, শাহান কামাল, নিলয় বিশ্বাস।

‘ক্রোধ’ এখন স্পটিফাই, অ্যাপল মিউজিক ও ইউটিউবসহ সব জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।

 

Nagad