ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ঢাকার বেগম রোকেয়া সরণিতে “ক্যানন বিজনেস সেন্টার” চালু করেছে। সম্প্রতি এই বিজনেস সেন্টারটি উদ্বোধন করেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি টাইগার ইশিই এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিরুল ইসলাম।
ক্যানন বিজনেস সেন্টার একটি উদ্ভাবনী, সৃজনশীল ও গ্রাহকসেবা কেন্দ্র। এখানে এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ক্যানন অভিজ্ঞতা পাওয়া যাবে। এটি তিনটি বিশেষায়িত জোনে ভাগ করা হয়েছে যা গ্রাহক, পেশাজীবী এবং প্রযুক্তি উৎসাহীদের জন্য আলাদা সুবিধা প্রদান করে। “ক্যানন বিজনেস ইঞ্জিনিয়ারিং ডিভিশন” এই বিভাগটি ক্যাননের প্রিন্টিং ও ইমেজিং পণ্যের পর-বিক্রয় সেবা ও রক্ষণাবেক্ষণ প্রদানের জন্য নির্ধারিত। এক্সপেরিয়েন্স জোন এই উদ্ভাবনী জোনে সরাসরি ক্যাননের সর্বাধুনিক প্রযুক্তির সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ রয়েছে। এখানে লাইভ ডেমোর মাধ্যমে পণ্য সম্পর্কে ব্যবহারকারীরা বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন। “ভিডিওগ্রাফি জোন” এই সৃজনশীল স্থানটি কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ভিডিওগ্রাফার এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য তৈরি। এখানে রয়েছে ভিডিও শুটিংয়ের জন্য সম্পূর্ণ সজ্জিত স্পেস এবং ক্যাননের প্রফেশনাল সিনেমা ক্যামেরা, ফটোগ্রাফি ক্যামেরা, লাইভ স্ট্রিমিং ক্যামেরা এবং লেন্সের বিশাল সংগ্রহ।


একটি পরিপূর্ণ ব্যবসায়িক সেশন অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ক্যানন বিভাগের বিজনেস হেড নূর মো. শাহরিয়ার। এতে উপস্থিত ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল প্রিন্টিং ও বিজনেস সলিউশন অপারেশন) নোরিহিরো নিক কাতাগিরি, সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডোমেস্টিক অপারেশন গ্রুপ) কো চি ইয়ান অ্যান্ড্রু, সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর (রিজিওনাল, আইসিপি) ইচিনোমিয়া তাকাশি।
স্মার্টের হেড অফিস ভিজিট মোহাম্মদ জাহিরুল ইসলাম ক্যানন প্রতিনিধিদের স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে ঘুরিয়ে দেখান। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, ক্যানন টিম এবং অন্য কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্য ক্যানন বিজনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তোশিউকি টাইগার ইশিই বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে স্মার্টের সঙ্গে বাংলাদেশের বাজারে ক্যাননের ব্যবসা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। এই সময় মোহাম্মদ জাহিরুল ইসলাম ক্যানন টিমকে স্মার্ট টেকনোলজিসের হেড অফিস পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।